
অনিয়ম-দুর্নীতি আর সিন্ডিকেটের কবলে লাল সবুজের পতাকা বাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স! পৃথিবীতে একমাত্র রাষ্ট্রীয় এয়ারলাইন্স গত এক বছর থেকে যাদের ওয়েবসাইট ডাউন। সবচেয়ে বেশি ভাড়া আদায় কারী এয়ারলাইন্স এখনো দেখতে পারেনি লাভের মুখ। চারিদিকে শুধু খাই খাই, যে যার মতো করে সবাই তাদের আখের গোছা গোছাতে ব্যস্ত। যেন দেখার কেউ নেই।