অসহায়, দরিদ্র মানুষগুলো থেকে ঘর হস্তান্তর করার নামে ঘুষ নেয়া হলো, কিন্তু মোটা অংকের টাকা ঘুষ দিয়ে “প্রধানমন্ত্রীর উপহার” নামক যে ঘরগুলো এই মানুষগুলো পেলো; সেটা ঘরের নামে নিছক ধোঁকাবাজি। উপহার নামক এই প্রতারণা নিয়েই কার্টুনটি এঁকেছেন নাগরিক টিভির স্টাফ কার্টুনিস্ট আব্দুস সামাদ

Sharing is caring!