মুনিয়া হত্যাকাণ্ডের পর থেকেই মিডিয়া, সুশীল সমাজ এবং প্রশাসন সবাই উটপাখির মতো বালিতে মাথা গুঁজে !!

নাগরিক টিভি এক্সক্লুসিভ কার্টুন: মুনিয়া হত্যাকাণ্ডের পর থেকেই মিডিয়া, সুশীল সমাজ এবং প্রশাসন সবাই উটপাখির মতো বালিতে মাথা গুঁজে। নাগরিক টিভি অনেকটা একাই লড়াই করে এদের টনক কিছুটা হলেও নড়ায়। ইসশ, আমাদের যদি আর চার-পাঁচটা নাগরিক টিভি থাকতো তাহলে সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই এসব মাফিয়াদের নিয়ন্ত্রণে আনা যেত ! তবুও একা হলেও লড়াই চলবে , মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আনভীরকে বিচারের মুখোমুখি হতেই হবে।

Sharing is caring!