আফগানিস্তানে বোমা হামলায: নিহত ২৭, আহত ৯২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশ এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্‌র এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে বেশকিছু স্কুল শিক্ষার্থী রয়েছে।

প্রাদেশিক গভর্নর জানান বিশাল এই বিস্ফোরণ ঘটে সাবেক প্রাদেশিক পরিষদের প্রধান দিদার লাওয়াংয়ের বাড়ির কাছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

লগার প্রাদেশি পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্তানেকজাই বলেন, ওই বাড়িটি বর্তমানে একটি গেস্ট হাউজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। সেসময় বহু রোজাদার মুসলমান ইফতারির জন্য সেখানে জাড়ো হয়েছিলেন।

হাসিবুল্লাহ স্তানেকজাই আরো জানান, ওই ভবনে বহুসংখ্যক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। আগামী কিছুদিনের মধ্যে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Sharing is caring!