আফগানিস্তান যুদ্ধের যত ক্ষয়ক্ষতি

আফগানিস্তান যুদ্ধ নিয়ে গবেষণা: আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি৷ গবেষণায় নিহতের সংখ্যা, যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণসহ নানা দিক বেরিয়ে এসেছে৷ এ যুদ্ধে পাকিস্তানের কেমন ক্ষতি হয়েছে উঠে এসেছে সেই তথ্যও৷

নিহতের সংখ্যা: ২০০১ সালের অক্টোবর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দুই লক্ষ ৪১ হাজার মানুষ মারা গেছেন৷

আছে বেসামরিক লোকও: এই দুই দশকে পাকিস্তান ও আফগানিস্তানের ৭১ হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন৷ তাছাড়া দুই হাজার চারশ ৪২ জন মার্কিন সেনা, প্রতিরক্ষা দপ্তরের ছয়জন বেসামরিক লোক, তিন হাজার নয়শ ৩৬ জন মার্কিন ঠিকাদার এবং যুক্তরাষ্ট্রের মিত্র জোটের এক হাজার একশ ৪৪ জন সেনা মারা গেছেন৷ যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে ৯,৩১৪ জন৷

আছে সাংবাদিক ও মানবাধিকারকর্মীও: গবেষণা পত্রটি বলছে, এ সময়ের মধ্যে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং ৫৪৯ জন মানবাধিকারকর্মী মারা গেছেন৷

সংখ্যা আরো বেশি হতে পারে: গবেষণায় সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে৷ কিন্তু যুদ্ধ চলাকালীন রোগবালাই, খাবার কিংবা পানির সংকটেও আরো অনেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

ব্যয়ের পরিমাণ: যুদ্ধ চলাকালীন এ বিশ বছরে মার্কিন যুত্তরাষ্ট্রকে গুণতে হয়েছে দুই দশমিক দুই ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার৷

সৈন্য ফেরত নেওয়ার ঘোষণা:গত বুধবার আফগানিস্তান থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ১ মে থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার কথা বলেন তিনি৷ এদিকে, বাইডেনের ঘোষণার পর ন্যাটো বাহিনীও তার সদস্যদের ফিরিয়ে আনার কথা জানায়৷

Sharing is caring!