রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাকে অবমাননা করেই যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। যেন এটা একটা তামাশার বিষয়। ঘুষ কিংবা লবিং এর মাধ্যমে তারা এই পুরস্কার যাকে তাকে দিয়ে দিচ্ছে। যেন স্বাধীনতাকেই দলটি অপমান করে যাচ্ছে।
২০২০ সালে দলটির লোকজন মিলে সাহিত্যে স্বাধীনতা পদক তুলে দেয় সাবেক সরকারি আমলা এস এম রইজ উদ্দিন আহম্মদের হাতে। এরপর তার লেখা নিয়ে বিতর্ক শুরু হলে সেই তালিকা থেকে তাকে বাদ দেয়া হয়। আর এবার আওয়ামী লীগ সরকার এক আমলার বাবাকে এই পদক দিয়ে দিয়েছে শেখ হাসিনা ও শেখ মুজিবকে তেল দিয়ে বই লেখার জন্য! যদিও সমালোচনার মুখে আবার সেই পদক আজ বাতিল করতে বাধ্য হয়েছে স্বাধীনতার অপমানকারী এই সরকার।
সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। আজ শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল সরকার।
রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেলার পর আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
উল্লেখ্য, আমির হামজার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে। তিনি নিজ গ্রাম ও জেলায় পালাগানের শিল্পী কিংবা কবি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু জানা যায়, আমির হামজা ১৯৭৮ সালে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ ঘটনায় জেলও খেটেছেন তিনি।