আমলারা রাজনীতি খেয়ে ফেলেছে: আন্দালিব পার্থ

রাজনীতিবিদ ও শিল্পপতি নাজিউর রহমান মঞ্জুর ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পিতার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র চেয়ারম্যান তিনি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ব্যানারে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। ওই সংসদে আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচক ছিলেন পার্থ। সংসদ ও টক শোতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে দারুণ আলোচিত হয়ে ওঠেন নতুন প্রজন্মের এ রাজনীতিক।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ব্যানারে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেন। কিন্তু পরাজিত হন। বিএনপির সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ২০ দলীয় জোট ত্যাগ করে পার্থের দল বিজেপি। এরপর থেকে রাজনীতিতে সক্রিয় নেই দ্বিতীয় প্রজন্মের এ রাজনীতিবিদ।

আমলারা রাজনীতি খেয়ে ফেলেছে। বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আসলে ৩০০ আসনে ছোট ছোট ৩০০ রাজা বসে আছে। যার যেমন ইচ্ছা দেশ চালাচ্ছে

রাজনীতিতে নিজের নিষ্ক্রিয়তার কথা স্বীকার করে আন্দালিব রহমান পার্থ ঢাকা পোস্টকে বলেন, ‘এখন তো রাজনীতি নেই। কেউ রাজনীতি করে না। রাজনীতি থাকলে তো মাঠে থাকব। মাঠের রাজনীতি চলে গেছে। আওয়ামী লীগের নিজস্ব কোনো রাজনীতি নেই। বিভিন্ন এলাকাতে দেখি আওয়ামী লীগের অনেক এমপি ইউএনও-ডিসির বিরুদ্ধে মিছিল করে। আর সংসদ তো লোক দেখানো।’

‘আমলারা রাজনীতি খেয়ে ফেলেছে। বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আসলে ৩০০ আসনে ছোট ছোট ৩০০ রাজা বসে আছে। যার যেমন ইচ্ছা দেশ চালাচ্ছে।’

তিনি আরও বলেন, এখন দেশে তো রাজনীতি নেই, করব কীভাবে? কোনো ইস্যুতে আমি ১০-১৫ জনকে নিয়ে মাঠে নামব, কিন্তু সরকার তো করতে দেবে না। হেফাজত হলে মিছিল করতে দেবে, আবার পিটিয়ে উঠিয়ে দেবে। এভাবে রাজনীতি করা যায় না। আপনি যদি সিনেমা-ই না বানান, নায়ক দেখবেন কোথা থেকে? একইভাবে রাজনীতি না থাকলে আমাদের কীভাবে দেখা যাবে? এখন বিরোধীদলীয় সব রাজনীতিবিদ ঘরে বসে আছেন। বিএনপি যথারীতি একটা প্রেস রিলিজ দেয়। দিতে হয়, দেখানোর জন্য, তাই তারা দেয়।

Sharing is caring!