খুনি আনভিরের নজর এখন সোনায়

কলেজ শীক্ষার্থী মুনিয়া হত্যার প্রধান আসামী ছিল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তারপর টাকার জোরে সেই মামলা থেকে নিজেকে ঠিকই আড়াল করেছে এই ভূমিদস্যু। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুনি হিসেবেই পরিচিত। এমন এক খুনি সরকারের নাকের ডগায় বসেই হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি। সরকার যেন তার সামনে অসহায়।

শুধু সভাপতি হয়েই থামেনি এই মাফিয়া। নিজেদের কনভেনশোন সেন্টারে আয়োজন করেছে তিন দিনব্যাপী দেশের প্রথম জুয়েলারি এক্সপো। এই এক্সপোর উদ্বোধনও করেছে আনভীর।

মূলত স্বর্ণ চোরাচালানের পথকে আরও বেশি সহজ করার জন্যই বাজুসের সাথে যুক্ত হয়েছে এই আনভীর। পাশাপাশি স্বর্ণের এই অবৈধ ব্যবসায়ীদের সম্পর্কে আরও ধারণা পেতেই সবাইকে এক করা হয়েছে এই এক্সপোতে। কাজেই আগামী দিনে দেশের স্বর্নের চোরাই বাজার যে ভয়াবহ উঠছে তা এখনই স্পষ্ট হয়ে উঠেছে।

ইতমধ্যেই আনভীর তার স্বর্ণ চোরাচালানের কাজকে সুগম করতে , নিজস্ব এয়ারলাইন্স করার উদ্যোগও নিচ্ছেন গোপনে গোপনে। এ লক্ষ্যে বিমানের অসৎ কর্মকর্তা ও এয়ার হোস্টেসদের নিয়ে একাধিক গোপন বৈঠকও করেছেন এই নব্য গোল্ড মাফিয়া।

Sharing is caring!