কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের শর্টগানের গুলিতে সিদ্দিক আলী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত সিদ্দিক আলী উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সিদ্দিক আলী ও তার সাথে কয়েকজন সকালে চরের মাঠে ফসলের ক্ষেতে কাজে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত তাদের ওপর শর্টগানের গুলি ছোড়ে। এতে সিদ্দিক আলী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন। আহতরা হলেন, নিহতের ভাই ইউনুস (৪৮), খালেক (৪২), বাদশা (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।