ডলারের দাম আরও বেড়েছে। আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ৯২ টাকা ৮০ পয়সায় উঠেছে। সোমবার এক ডলারের জন্য খরচ করতে হয়েছিল ৯২ টাকা ৫০ পয়সা।
৯২ টাকা ৮০ পয়সা দরে মঙ্গলবার কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আর এর মধ্য দিয়ে বিদায়ী অর্থবছরে রিজার্ভ থেকে ডলার বিক্রি ৭০০ কোটি (৭ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করল।
বাজারের চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বিক্রির ফলে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৪১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম।
মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে গত বছরের আগস্ট থেকে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের সাড়ে ১১ মাসে (২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ১৪ জুন) রিজার্ভ থেকে ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই কেন্দ্রীয় ব্যাংক থেকে এত ডলার বাজারে ছাড়া হয়নি। এরপরও বাজারের অস্থিরতা কাটছে না। আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকগুলোর চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক যে দরে ডলার বিক্রি করে এবং ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে দামে লেনদেন করে সেটাকেই আন্তব্যাংক লেনদেন দর বলে। এই দরেই সোমবার ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।