
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব দল। তবে সেই দলটির সাথে খুব একটা ভালো আচরণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । বিসিবির পক্ষ থেকে একটা গাড়ি পাঠানো হয়েছিল একাডেমিতে যারা ফিরবে শুধু তাদের জন্য। কিন্তু যারা একাডেমীতে না ফিরে পরিবারের কাছে যাবে তাদের এক প্রকার ফেলেই দিয়েছে বিসিবি!
বেশ কয়েকজন বিশ্বকাপ ফেরত ক্রিকেটার অসহায়ের মত দাঁড়িয়েছিল এয়ারপোর্টের রাস্তার উপর। রাজ্যের হতাশ ছিল তাদের চোখেমুখে। প্লেনের ক্লান্তিও যেন সেই হতাশার কাছে কিছুই না। অথচ ২০২০ সালে যখন যুবারা বিশ্বকাপ জিতে ফিরেছিল কত আয়োজন ছিল তখন।
গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে। এরপর পঞ্চম ও সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ দুটিতেও পরাজিত হয়।
উইন্ডিজের মাটিতে আসরের শুরুটা ভালো ছিল না নাভিদ নেওয়াজের শিষ্যদের। এশিয়া কাপের হারের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে পরাজিত হয় বাংলাদেশ। এরপর আমিরাত ও কানাডাকে হারালেও কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হারে বিশ্বকাপ মিশন থেকে খালি হাতেই ফিরতে হয় বাংলাদেশের যুবাদের।
বিশ্বকাপ জয়ী হিসেবে আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের বেশ দূরে থাকতেই যাত্রা শেষ হওয়া এই আসরটি মূলত রাকিবুলদের জন্য ছিল হতাশার। তবে আরিফুল ইসলামের জোড়া সেঞ্চুরির মতো ঘটনা ছিল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য প্রাপ্তি।