হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিথ্যে অভিযোগে যেকোন সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক সংবাদ প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রাশিয়া নিজ দেশেই কোনও হামলা চালিয়ে ইউক্রেনকে দোষ দেবে এবং সে অভিযোগে দেশটিতে সামরিক আগ্রাসন চালাবে। তবে, আলোচনার পথ এখনো খোলা আছে বলেও মন্তব্য তার। তবে, এসব অভিযোগ সরসারি নাকচ করেছে মস্কো। বৃহস্পতিবার বেশ কিছু সেনাও ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেয় রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র বলছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মিথ্যাচার করছে পুতিন প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা বদলানোর নির্দেশ দিয়েছেন জো বাইডেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেছেন, মাঠ পর্যায়ের আলামত বলছে, রাশিয়া শিগগিরই আগ্রাসন চালানোর পথে এগুচ্ছে। এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের এক কর্মকর্তাও নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইউক্রেনের ভেতরে এবং এর আশেপাশে চরম বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।