দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ: ফখরুল

ক্ষমতায় টিকে থাকতে দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আর্থিক সহায়তাদান অনুষ্ঠান তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী হেল্প সেল এই উদ্যোগ নেয়।

মির্জা ফখরুল বলেন, তারা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এজন্য প্রত্যেক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কোর্টে গেলে আমাদের লোক ছাড়া আর কিছুই দেখা যায় না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছোটখাটো নেতারাও মিথ্যা মামলায় জর্জরিত।এমনকি নেতা বা সমর্থকও নন, তাদের বিরুদ্ধেও অসংখ্য মামলা চলছে। এই অবৈধ সরকার দেশকে নরকে পরিণত করেছে।’

দেশে গুম-খুনের ঘটনা বেড়ে গেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিনা বিচারে অনেককে শাস্তি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের শিশুদের কান্না বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। প্রশাসনের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাতে এই কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ইতোমধ্যে স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে। এসময়ে এই ধরনের নিষেধাজ্ঞা পুরো জাতির ওপর কলঙ্ক লেপন করেছে। এজন্য সম্পূর্ণভাবে দায়ী আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জঘন্য অমানবিক কাজ করছে তারা।’

তবে মানুষ জেগে উঠছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই অন্ধকার কেটে যাবে একদিন ইনশাআল্লাহ। আমাদের তরুণ-যুবকেরা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, তাহসিনা রুশদীর লুনা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!