বিএনপির ইফতার পার্টিতে ভারত, ছিল না চীন

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সম্মানে ইফতার পার্টি দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টইনে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

তবে বিএনপির ইফতার পার্টিতে চীনের রাষ্ট্রদূতকে দেখা যায়নি।

ইফতারের আগে কূটনীতিক ও মিশন প্রধানদের উদ্দেশে দেওয়া স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে সব সময় আমাদের দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সঙ্গে ইফতারে করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিদেশে অবস্থান করছেন।’

অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারের আগে বিএনপি মহাসচিব আগত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন।

বিএনপির ইফতার পার্টিতে চীনের রাষ্ট্রদূত না থাকা বিষয়ে জানতে চাইলে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘দেশের বাইরে থাকায় তিনি ইফতারে অংশ নিতে পারেননি।

ইফতার পার্টির এক নম্বর টেবিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বসেন।

ইফতারের পরে মার্কিন রাষ্ট্রদূতকে দীর্ঘসময় ধরে মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ হোসেন সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলতে দেখা গেছে। সাড়ে সাতটার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বিদায় জানান মির্জা ফখরুল।

দুই নম্বর টেবিলে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন।

এ ছাড়া ছিলেন জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা অংশ নেন। পরে মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন।

Sharing is caring!