রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কেটের একটি বইয়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, নীলক্ষেত মোড়ে বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। একটি দোকান থেকে সূত্রপাত হওয়া আগুন আশপাশের কমপক্ষে ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। লালবাগ, পলাশী, আজিমপুর ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে। এ ঘটনায় পুরো মার্কেটে আতংক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আশেপাশে এলাকার যান চলাচল ব্যাহত হওয়ায় যানজটের সৃষ্টি হয়।
নীলক্ষেতে বিশাল এলাকাজুড়ে টিন, কাঠ ও সেমিপাকা কয়েকটি মার্কেট রয়েছে। দোকানগুলোতে বই, খাতা, স্টেশনারিসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী ছাড়াও নানা ধরনের পণ্য বিক্রি হয়। এ ছাড়া মার্কেটগুলোতে কয়েকটি খাবারের দোকানও রয়েছে। প্রায় সব দোকানেই দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।