হুদার বিলাসবহুল গাড়ি পেলেন আউয়াল

অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। যাতায়াত সুবিধার জন্য সরকারি যানবাহন অধিদপ্তর পুল থেকে তার জন্য এই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

সোমবার সকালে প্রথম দিনের কার্যদিবসে বিএমডব্লিউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) চড়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নতুন সিইসি হিসেবে হাবিবুল আউয়াল গতকাল (রোববার) শপথ নেওয়ার পরই পরিবহণ পুল থেকে তার নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

এই গাড়িটি হাবিবুল আউয়ালের আগের সিইসি কেএম নূরুল হুদাও ব্যবহার করেছেন। হুদার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

সিইসির গাড়িচালক রাজীব মোল্লা গণমাধ্যমকে জানান, সাবেক সিইসি স্যার বিদায় নেওয়ার পরই গাড়িটি পরিবহণ পুলে জমা দেওয়া হয়। গতকাল নতুন সিইসি শপথ নেওয়ার পর স্যারের বাসায় গাড়িটি পাঠানো হয়।

গাড়িটি ২০১৮ সালের ১৪ অক্টোবরে সিইসির জন্য বরাদ্দ দেওয়া হয়। ইসি সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে সিইসির নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

Sharing is caring!