সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ না করে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এসময় তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলেও দায়িত্ব পালন করা উচিৎ। কারণ পদত্যাগ করা কাপুরুষের কাজ।
শনিবার দুপুরে এফডিসিতে আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ আলোচনা সভায় একথা বলেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই উল্লেখ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, আমরা সবসময় ইভিএমে ভোটদানকে প্রাধান্য দিয়েছি। কারণ, এই সিস্টেমে ভোট কারচুপির সুযোগ কম, একজন অন্যজনের ভোট দিতে পারেনা এবং অনেক অল্প সময়ের মধ্যেই ভোট গণনা করা যায়।
এদিকে, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে কিছুটা ত্রুটি আছে দাবি করে নুরুল হুদা বলেন, তবে, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার ও প্রশাসন যদি সতর্ক থাকে, তাহলে এই সমস্যাটি এড়ানো সম্ভব। সব কেন্দ্রে যদি সিসি ক্যামেরা ব্যবহার করা যায় তাহলেও এই সমস্যাটি এড়ানো যাবে বলেও জানান তিনি।
এসময় সুরুল হুদা আরও বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিএনপি একটি বড় দল। আর আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না।