ঢাবিতে ছাত্রলীগের নির্যাতন থামছেই না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শীক্ষার্থীদের উপত্র ছাত্রলীগের নির্যাতন থামছেই না। বিশেষ করে হলগুলির গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রশাসন গেস্টরুমে নির্যাতনের অভিযোগে।

মাস না পেরোতেই এবার গেস্টরুম নির্যাতনের অভিযোগ উঠল স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান অভিযোগ করেছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন তাকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হলের ১০৮ কক্ষে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

জানা গেছে, অভিযুক্ত রোকনুজ্জামান রোকন হল ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুনের অনুসারী। মুন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

বৃহস্পতিবার এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী তৈমুর। নির্যাতনের ফলে কয়েক ঘণ্টা কানে শুনতে পাননি বলে দাবি তার। বিষয়টি হল প্রশাসনকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তৈমুর।

তৈমুর বলেন, আমি বাঁধনে কাজ করি। বাঁধনের এক বড় ভাই আমাকে রক্তের গ্রুপ জানতে হলের মাঠে ডাকেন। পরে রাতে গেস্টরুমে গেলে রোকন ভাই জানতে চান, কেন আমি হলের মাঠে গিয়েছিলাম এবং বাঁধনের সিনিয়র ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। কারণ ব্যাখ্যা করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কলার ধরে গায়ের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারেন। আমি কয়েক ঘণ্টা কানে শুনতে পাইনি, এক পর্যায়ে অচেতন হয়ে পড়ি।

তিনি বলেন, সিনিয়র ভাইয়েরা এসে আমাকে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে বলেন। এমনকি বিষয়টি হল প্রশাসনকে জানালে তিনি (রোকন) আমাকে প্রাণনাশের হুমকি দেন এবং হল থেকে বের করে দেবেন বলে জানায়। আমি ভয় পেয়ে এবং নির্যাতন সহ্য করতে না পেরে হল ছেড়ে ভাইয়ের বাসায় আশ্রয় নিই। ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রভোস্ট স্যারকে লিখিত অভিযোগ দিয়েছি।

Sharing is caring!