
একদিনের ব্যবধানে দেশে করনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। তাদের সবাই ঢাকার বাসিন্দা। গতকাল একদিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে। এ সময় নতুন করে করনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন ।
চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয় জুলাই মাসে। এ মাসের ২৪ দিনেই এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের ৯৯ শতাংশই ঢাকায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, আর বাকি ৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ১৪৯ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাওয়া গেছে ৩২.৫৫ শতাংশ । এটা গতকাল ছিল ৩১.০৫ শতাংশ। এছাড়া, আজকে সংক্রমণের তুলনায় মৃত্যুর হার পাওয়া গেছে ১.৬৫ শতাংশ যা গতকাল ছিল ১.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৩ জন পুরুষ এবং ৯২ জন মহিলা। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েহে ঢাকা বিভাগে ৬৮ জন । মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে খুলনা ৪১ জন ও তৃতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে ৩৬ জন।
এছাড়া, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ১৬ জন, ময়মনসিংহে ১০ জন, বরিশালে ৫ জন ও সিলেটে ১ জন মারা গেছেন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। গতকাল শুক্রবার মারা যায় ১৬৬ জন, বৃহস্পতিবার ১৮৭ জন, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়।#