শুরু থেকে সংক্রমন বাড়লে ধীরে ধীরে নিউইয়র্ক সিটিতে সেটা কমতে শুরু করেছে। যদিও গত এক সপ্তাহে যুক্ররাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও নগরীতে করোনার সংক্রমণ বেড়েছে। ফলে এই নিউইয়র্কে সংক্রমণ কমায় আশা জাগাচ্ছে বলে অনেকে মনে করছেন।
সোমবার নগরীর মেয়র ডি ব্লাজিও বলেছেন, গত সাত দিনে এই ভাইরাসে গড়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৩ জন। যা গত এক সপ্তাহের তুলনায় অনেকাংশেই হ্রাস পেয়েছে এবং ২৬ মার্চের পর সর্বনিম্ন।
নগরে করোনা শনাক্তের গত এক সপ্তাহের দৈনিক হার বেড়ে ৫ দশমিক ২৬ শতাংশ যা এর আগের সপ্তাহে ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে নিউইয়র্কে গত এক সপ্তাহে রেকর্ড ৫ লাখ ৫৩ হাজার ৩৪২ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।রাজ্যেটিতে ইতোমধ্যে ১২ মিলিয়ন কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে গভর্নর এন্ড্রু ক্যুমো এক সংবাদ সম্মেলনে বলেছেন।
গত সপ্তাহ পর্যন্ত নিউইয়র্কের দৈনিক কোভিড-১৯ পজিটিভ হার গড়ে ৩.২ শতাংশ যা এক মাসের মধ্যে সর্বনিম্ন। রবিবার পর্যন্ত করোনভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৪ হাজার ১১৮ জন যা গত বছরের ডিসেম্বরের পর সর্বনিম্ন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখননো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।