আহতদের আহাজারিতে ভারী বার্ন ইউনিটের পরিবেশ!

মগবাজার ভবনে বিস্ফোরণের ঘটনায় ৪৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একটু পরপর মগবাজার থেকে অ্যাম্বুলেন্স আসছে আহতদের নিয়ে। স্বজনরা ভিড় করছেন সেখানে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্র জানান, রাত আটটার দিকে ঢাকা মেডিকেলে রোগীরা আসতে শুরু করেন। পাঁচ থেকে সাতজন নারী রোগী এসেছেন। অন্য সবাই পুরুষ রোগী।

এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, রাত আটটা থেকে রোগী আসা শুরু হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার আড়ংয়ের উল্টো দিকে একটি তিন তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক হতাহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণে শব্দের কারণে তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব বাসে থাকা যাত্রীরাও আহত হয়েছেন। মৌচাক থেকে মগবাজার পর্যন্ত একাধিক ভবনের গ্লাস ভেঙে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩টি ইউনিট কাজ করছে।

Sharing is caring!