ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ দল। সমিল্লিত বোলিং তোপে স্বাগতিকদের ২০৪ রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসের ৬৯ রানের লিডসহ বাংলাদেশের সামনে ২৭৪ রানের লক্ষ্য দিল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ দল। এখন তৈরি হয়েছে সেই সুযোগ। ডারবানের কিংসমিডে ম্যাচের শেষ ইনিংসে ২৭৪ রান করতে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর গৌরব অর্জন করবে টাইগাররা।
অতীত ইতিহাস থেকেও অনুপ্রেরণা নিতে পারবেন মুমিনুল হক, লিটন দাসরা। ডারবানের এই মাঠে ২৭০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ৮টি। সবশেষ ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান করে জিতেছিল শ্রীলঙ্কা।
তবে বাংলাদেশের নিজেদের চতুর্থ ইনিংসের ইতিহাস খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৩৩টি ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র চারবার সফল হয়েছে টাইগাররা। সর্বোচ্চ ২১৭ রান তাড়া জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। তাই এবার নতুন ইতিহাসই লিখতে হবে মুমিনুলদের।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে করতে হবে ২৭৪ রান।
দ্বিতীয় ইনিংস বাংলাদেশের হয়ে বল হাতে এবাদত হোসেন আর মেহেদী হাসান মিরাজ সমাম ৩টি করে উইকেট নেন। কাঁধের চোট নিয়ে বল করেও ২ উইকেট পান তাসকিন।
ধারাবাহিকভাবে উইকেট হারানো প্রোটিয়ারা শেষ ৪ উইকেট খুইয়েছে ২১ রানে। এই ইনিংসে বাউন্ডারি লাইন থেকে সরাসরি এক থ্রোতে সাইমন হারমারকে রান আউট করেন বদলি ফিল্ডার নুরুল হাসান সোহান।
একাধিক সুযোগ হাতছাড়া করলেও দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইয়াসির আলি রাব্বি আর সাদমান ইসলাম।