চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে খাগরিয়া ইউনিয়ন। গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা জানা যায়নি।
সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধও করা হয়েছিল তবে এখন ভোটগ্রহণ চলছে বলেই জানা যায়।
এদিকে নলুয়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী মিজানের সমর্থকরা ভোটারদের বাধা দিচ্ছেন। নানাভাবে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন। তবে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে পুলিশ, ম্যাজিট্রেটসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এছাড়া সোনাকানিয়া ইউনিয়নে ৬, ৭, ৮ ও ৯ নং কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকে সিলসহ ব্যালট পেপার পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের।