ইভ্যালির সাত গাড়ি প্রায় তিন কোটি টাকায় বিক্রি

উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ৭টি গাড়ি। গ্রাহকের পাওনা পরিশোধ করার কার্যক্রমের অংশ হিসেবেই নিলামের এই উদ্যোগ নেয়া হয়।
বৃহস্পতিবার ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ নিলামে অংশ নেন ১২৬ জন দরদাতা। সবচেয়ে দামি রেঞ্জ রোভার গাড়িটিসহ ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা নূন্যতম দাম ধরে বিভিন্ন ব্র্যান্ডের ইভ্যালির ৭টি গাড়ি নিলামে তোলা হয়।

১ কোটি ৬০ লাখ টাকা ভিত্তিমূল্যের রেঞ্জ রোভার গাড়িটি ডাক শুরু হয় ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা দিয়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে দাম হাঁকানোর পর ওঠে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

একে একে বিক্রি হয় একটি টয়োটা প্রিয়াস, টয়োটা সি এইচ আর হাইব্রিড, ২টি এক্সিও, ১টি হোন্ডা ভেজেল এবং একটি হায়েস গাড়ি। সবগুলো গাড়ি মোট ২ কোটি ৯০ লক্ষ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়।

এর আগে, উন্মুক্ত নিলামের শুরুতেই জানানো হয় প্রত্যাশিত অর্থ সংগ্রহের মাধ্যমে গ্রাহকদের অর্থ পরিশোধ করাই মূল উদ্দেশ্য।

ইভ্যালির কার্যক্রম পরিচালনায় হাইকোর্ট গঠিত কমিটির প্রধান এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক জানান, যারা ইভ্যালির কয়েকটি গাড়ি এখনও আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত ৩রা ফেব্রুয়ারি ইভ্যালির নামে নিবন্ধিত থাকা ৭টি গাড়ি নিলামের মাধ্যমে বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ।

Sharing is caring!