ক্লাবগুলোকে উপেক্ষা বাফুফের

এপ্রিল লিগ শুরুর ব্যাপারে মরিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কোনো মূল্যে এ দিন লিগ শুরু করতেই হবে এমন অবস্থানে বাফুফের লিগ কমিটি। চলমান লকডাউন ৫মে পর্যন্ত বর্ধিত হওয়ায় নতুন ফর্মুলা নিয়েছে ফুটবল ফেডারেশন।

লকডাউন চলাকালীন সময় পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

এই সিদ্ধান্ত নেয়ার পেছনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘লকডাউনের মধ্যে আন্তঃ জেলা যাতায়াত কষ্টকর ও খানিকটা ঝুকিপূর্ণও। আমরা স্বাস্থ্যবিধি সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় ঢাকাতেই লকডাউন চলাকালীন সময় খেলার আয়োজনের পরিকল্পনা করেছি।’

এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির জরুরি সভা ছাড়াই। এমনকি ঢাকার বাইরে ভেন্যু থাকা ক্লাবগুলোর সাথে আলোচনা না করেই। আরামবাগ ক্রীড়া সংঘের ভেন্যু মুন্সিগঞ্জ। এই প্রতিবেদকের কাছ থেকে আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রথম জেনেছেন ঢাকাতেই খেলার বিষয়টি, ‘আমাদের ফেডারেশন কিছুই জানায়নি। এই প্রথম শুনলাম।’

উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানিকটা বিরক্ত এই রকম সিদ্ধান্তে, ‘সকলের স্বার্থে এক ভেন্যুতে খেলা হতেই পারে। সব দলের জন্যই সমান। ক্লাবগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। আমি তো আমার ভেন্যু টঙ্গীতে ম্যাচ আয়োজনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছি।’

প্রিমিয়ার লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংসের ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বসুন্ধরা কিংসের কর্মকর্তা বায়েজিদ জোবায়ের আলম নিপুও বিস্মিত এই সিদ্ধান্তে, ‘আমরা ভেন্যুতে খেলার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ভেন্যুটা বেস্ট। এই মাত্রই আপনার কাছ থেকে শুনলাম এক ভেন্যুতে খেলা।’ মোহামেডান ক্লাবেরও ভেন্যু কুমিল্লা। ক্লাবের বোর্ড সভা চলায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকার বাইরে ভেন্যু থাকা ক্লাবগুলোকে পাশ কাটিয়ে ফেডারেশনের একক সিদ্ধান্তে খানিকটা ক্ষুব্ধ হলেও তারা লকডাউন সময়ে এক ভেন্যুতে খেলতে সম্মতই, ‘পরিবর্তিত পরিস্থিতিতে অনেক বিষয় ছাড় দিতে হয়। ফুটবলের স্বার্থে আমরা এতে খেলব।’ -বলেন বারিধারার সাধারণ সম্পাদক।

৩০ এপ্রিল লিগ শুরুর বিপক্ষে সোচ্চার ছিল বারিধারা ও ব্রাদার্স ইউনিয়ন। বারিধারা ক্যাম্প শুরু করলেও ব্রাদার্স এখনো করেনি। ব্রাদার্সের দাবিও পূরণ করছে ফেডারেশন, ‘আমাদের সকল ক্লাবের সমান সক্ষমতা নেই। ব্রাদার্স যে দাবি করেছে তাদের দাবি পুরোপুরি মানা যাচ্ছে না। কিছুটা পিছিয়ে তাদের খেলা দেয়া হবে।’ ৩০ এপ্রিল ব্রাদার্সের ম্যাচ ছিল। সেটা হয়তো এখন ২ বা ৩ মে হতে পারে।

ঢাকা আবাহনীর এএফসি কাপের ম্যাচটি এখনো অনিশ্চিত। সেই অনিশ্চয়তাকে সঙ্গী করেই লিগের ফিকশ্চার করছে বাফুফে। এক ভেন্যুতে খেলা হওয়ায় দিনে তিনটি ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে।

Sharing is caring!