নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।
এসময় পুলিশ-শ্রমিক সংঘর্ষ বাধলে উত্তেজিত শ্রমিকরা পুলিশের তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি গাড়ি ভাংচুর করেন।
শনিবার বিকেলে মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা যায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকদের অবস্থান ছিল। এসময় একদল শ্রমিক শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হামলা চালায়। মূল ফটকের সামনে থাকা পুলিশের ৩টি মটরসাইকেল জ্বালিয়ে দেয় এবং বিজিবির একটি বাস ভাঙচুর করে। এরপর ভেতরে ঢুকে স্টেডিয়ামের ভিআইপি গেটে ভাঙচুর করে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বাসেও ভাঙচুর করে।