গণকমিশন কি ভাই? এর কি কোন আইনি বৈধতা বা ভিত্তি আছে? তারা ১১৬ কিংবা একহাজার জনের বিরুদ্ধে মনগড়া ভুয়া তালিকা করলেই কি আর না করলেই কি?
আপনারা জনকমিশন গঠন করে ফ্যাসিস্ট শাসনের উচ্ছিষ্ট ভোগী, দুর্নীতিবাজ,ব্যাংক লুটেরাদের নামের তালিকা করুন। সেই সঙ্গে বর্তমান ফ্যাসিস্ট সরকারের নাট-বল্টু, দালাল, গোলাম বুদ্ধিজীবীদের নাম সেখানে যুক্ত করুন! দেশ ফ্যাসিস্ট মুক্ত হলে এদের সবার বিচার করে শাস্তি নিশ্চিত করুন।
তা না করে অযথা এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে সরকারের ষড়যন্ত্র ও পাতা ফাঁদে কেন বারবার পা দিচ্ছেন? কেন সরকারের তাবৎ অপকর্ম থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়ার সুযোগ করে দিচ্ছেন?
এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাড়া অন্য কোন দিকে তাকানোর কোন সুযোগ নেই! বন্ধুরা মনে রাখবেন, ফ্যাসিস্ট হাসিনার কূটচালকে মেধা ও প্রজ্ঞা দিয়ে পরাস্ত করতে হবে, তাই এ নিয়ে বিতর্কে জড়ালে ক্ষমতাসীনরাই লাভবান হবে।
ফ্যাসিস্ট হাসিনার নাট-বল্টুদের সাথে বিতর্ক করে তাদের ব্লুপ্রিন্ট বাস্তবায়নের অংশিদার কেন হচ্ছেন?