সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ। বৃহস্পতিবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা সফর, এক্সপোজার ভিজিট ও সেমিনারে অংশ নিতে সরকারি কর্মকর্তারা বিদেশে যেতে পারবেন না।

বিদেশে সফর নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সঙ্কটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমোদন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১১ মে) অহেতুক ব্যয় কমাতে উদ্যোগ নেয়া হলেও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বেড়ে গেছে- এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেগুলো আপনারা দেখছেন এগুলো আগের অনুমোদন নেয়া। সে সব ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি। এখন থেকে এটা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা যাবেন, অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।

Sharing is caring!