হাওরে এবার নতুন সংকট। বাঁধ ভেঙে ফসলহানির মধ্যেই আক্রমণ ব্লাস্ট রোগের। যেন মরার উপর খাড়ার ঘা। পুরো হাওরে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ব্রি-২৮ ধান। আক্রান্ত জমিতে দ্রুত প্রতিষেধক ছিটানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
বাঁধের যেখানেই ফাটল দিনরাত সেখানেই টানা পরিশ্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলাফল শূন্য। কৃষকের কষ্টের ঘাম ধুয়ে গেছে পাহাড়ি ঢলে।
সুনামগঞ্জে সপ্তাহখানেকের ব্যবধানে ভেঙেছে হাওরের ১২টি বাঁধ। বিলীন হয়েছে অন্তত ১৫ হাজার হেক্টর বোরো ধান। এই ক্ষতির মধ্যেই নতুন দুশ্চিন্তা ফসলের ব্লাস্ট রোগ। পুরো হাওরে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ব্রি-২৮ ধান। চিটার জন্য একটি ধানও ঘরে তুলতে পারছেন না কৃষক।
কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণেই প্রকোপ বাড়ে ব্লাস্ট রোগের। আক্রান্ত জমিতে দ্রুত প্রতিষেধক ছিটানোর পরামর্শ তাদের।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ্র সোম বলেন, বিক্ষিপ্তভাবে দুয়েকটা জমিতে বিশম্ভর উপজেলায় আমরা ব্লাস্টের সামান্য প্রকোপ দেখতে পেয়েছি। কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।
এদিকে, হাওরে ফসলহানির প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। দাবি জানান বাঁধে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার।