এক সপ্তাহ থেকে নিখোঁজ দেশব্যাপী আলোচিত ইসলামী বক্তা রংপুরের বাসিন্দা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সঙ্গে নিখোঁজ আরও ৩ ব্যক্তি ও একটি প্রাইভেটকার। কীভাবে, কেন তারা নিখোঁজ হলেন, কোনো কূলকিনারা এখন পর্যন্ত আঁচ করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ নাকি অন্য কোনো ঘটনা, সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত নয়। তবে সবার আলোচনায় চারজনের একজন আবু ত্ব-হা মুহাম্মদ। তরুণ আদনান মূলত ইসলামী বক্তা হিসেবে পরিচিতি পান।
এদিকে আদনানের কোনো শত্রু নেই দাবি করে তার মা জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি জানান, ছেলে আদনান ছোটবেলা থেকেই ডানপিটে ও মেধাবী ছিলেন। খেলাধুলা আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ওয়াজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার করতেন। তার কোনো শত্রু নেই।
আদনানের ভাই ফাহিম বলেন, আমার ভাইকে ফিরিয়ে দিন, সে কোনো প্রকার জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয়। আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নেবেন কিন্তু তার খোঁজ দিন।
আদনানের বোন রিতিকা রুবাইয়াত ইসলাম বলেন, আমার ভাইয়াকে দুজন মানুষ মোটরসাইকেলে করে কয়েক দিন ধরে ফলো করছিল। বিষয়টি আমাদের ভাইয়া জানিয়েছিলেন এবং ঢাকায় গেলে তিনি সেভ থাকবেন বলে জানান। পরে মায়ের সম্মতি নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে। তবে শুরুতে আদনানের অভিযোগ গ্রহণে অনীহা বা বিভিন্ন অজুহাত থাকলেও পরে অভিযোগ গ্রহণ ও নিখোঁজদের সন্ধানে একটু নড়েচড়ে বসছে প্রশাসন।
আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের প্রথম স্ত্রী আবিদা নুর, তাদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে। বাবা মারা যাওয়ার পর রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নানাবাড়িতে বড় হন আদনান। বিয়ের পর স্ত্রী-সন্তানদের নিয়ে নগরীর নিউ শালবন এলাকায় বসবাস করেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
আদনানের স্ত্রী সাবিকুন্নাহারের দাবি, ৮ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার সময় গাবতলী থেকে তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ আবু ত্ব-হা আদনান নিখোঁজ হন। গত আট দিনে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।