আওয়ামী লীগ ২০০ বছর রাজত্ব করুক, আপত্তি নাই: বাবুনগরী

আওয়ামী লীগ আরও ১০০ বছর, ২০০ বছর রাজত্ব করুক। আমাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তিনি আরও বলেছেন, হেফাজতে ইসলাম সরকার পতনের আন্দোলন করছে না। কাউকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা নামানোর জন্য হেফাজতের আন্দোলন না। কিন্তু ইসলামবিরোধী কোনো কার্যকলাপ চলবে না।

১১ এপ্রিল রোববার চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের এক জরুরুী সভায় শেষে বাবুনগরী সাংবাদিকদের এ কথা বলেন।

বাবুনগরী বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজত কোনো তাণ্ডব চালায়নি; বরং ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীদের দিয়ে গুপ্ত হামলার তাণ্ডব চালিয়ে রাজনৈতিকভাবে এখন হেফাজতকে দোষারোপ করা হচ্ছে। সরকারের লোকজন এবং কতিপয় ইসলামবিদ্বেষী মিডিয়া এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ঢাকার বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ওপর পরিকল্পিতভাবে পুলিশ ও সরকারদলীয় হেলমেট বাহিনীর আক্রমণের প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল বের হলে পুলিশ বিনা উসকানিতে গুলি করে পাঁচজনকে হত্যা করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজতে ইসলাম ২৭ মার্চ বিক্ষোভ ও ২৮ মার্চ শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করে। তিনি অভিযোগ করেন, হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে ২১ জনকে গুলি করে হত্যা করে পুলিশ ও সরকারদলীয় ক্যাডার বাহিনী।

করোনার নামে মাদ্রাসা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, কওমি মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র দেশের তৌহিদি জনতা মেনে নেবে না। লকডাউনের নামে শরিয়তবিরোধী কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জবাবে আজিজুল হক বলেন, মামুনুল হকের বিষয়টি তার ব্যক্তিগত। তিনি শরিয়ত সম্মতভাবে বিয়ে করেছেন।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত গ্রেফতারদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন হেফাজতের নেতারা।

হেফাজতে ইসলামের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা ইয়াহিয়া, সালাউদ্দিন নানুপুরী প্রমুখ।

Sharing is caring!