ফের আলমগীরের মৃত্যুর গুজব

আবারও মৃত্যুর গুজব ওঠায় বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক এম এ আলমগীর।

শুক্রবার দুপুরের পর হঠাৎ এ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর করোনায় আক্রান্ত রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এ অভিনেতার সঙ্গে কথা হয়।

জানালেন, তিনি ভালো আছেন। খবরটি তার পরিবারকে বিব্রতকর পরিস্থিতে ফেলেছে। ক্ষোভ প্রকাশ করে মানবজমিনকে বলেন, কারা এসব ছড়াচ্ছে? বিষয়টি খুবই কষ্টদায়ক। দয়া করে কেউ আর ভুয়া খবর ছড়াবেন না। গত ১৮ এপ্রিল আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

এর আগে, ২৫ এপ্রিল সন্ধ্যার পর ৭১ বছর বয়সী এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কেউ বা কারা কোনো সঠিক তথ্য ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আলমগীর মারা গেছেন বলে খবর ছড়িয়ে দেয়।

Sharing is caring!