ভারতে ৩ হাজার করোনা রোগী হাসপাতাল থেকে হাওয়া

ভারতে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে ভর্তি থাকা প্রায় ৩ হাজার রোগী। এখনও তাদের সন্ধান মেলেনি। তাদের খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমন কাণ্ড ঘটেছে দেশটির কর্ণাটক রাজ্যে। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর অশোকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পালিয়ে যাওয়া রোগীদের মোবাইল ফোনও বন্ধ। ফলে কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তিন হাজার করোনা রোগী যেখানেই যাবে সেখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে ধরতে না পারলে এই রাজ্যও মহারাষ্ট্র হয়ে উঠবে বলে আশঙ্কা স্বাস্থ্যের কর্মকর্তাদের। তাই হন্যে হয়ে তাদের খোঁজা শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হন ৩৯ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের। শুধুমাত্র বেঙ্গালুরু শহর এলাকাতেই আক্রান্ত হন ২২ হাজার ৫৯৬ জন। এই পরিস্থিতিতে তিন হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যের কর্তা ব্যক্তিদের কপালে।

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানান, করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। আগের বছরও এমন ঘটনা ঘটেছিল। কিন্তু ওইসব রোগী তাদের মোবাইল বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহেই ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

Sharing is caring!