অগ্রগতি না হলে আলোচনা বন্ধ করে দেবে ইরান

ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তেহরান দীর্ঘ কোনো আলোচনা চায় না এবং শিগগিরি যদি কোনো অগ্রগতি না হয় তাহলে আলোচনা বন্ধ করে দেবে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

আলোচনা এগিয়ে নিতে পক্ষ দুটি ওয়ার্কিং গ্রুপকে দায়িত্ব দেবে যারা এ বিষয়ে টেকনিক্যাল আলোচনা করবে এবং মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপ করা যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তার তালিকা তৈরি করবে।

ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকা তৈরির বিষয়ে একমত হয়েছে।

আলোচকরা বলেছেন, এ ধরনের তালিকা ছাড়া আলোচনা সামনে এগোবে না। ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি এবারের বৈঠককে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।

ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ভিয়েনায় এই আলোচনা অনুষ্ঠিত হলো। হামলার পর ইরান ২০ মাত্রা থেকে ৬০ মাত্রায় ইউনিরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে।

Sharing is caring!