বিদেশী মদদপুষ্ট ১০ সন্ত্রাসী আটক করলো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে বিদেশি মদদপুষ্ট ১০ জন উগ্র তাকফিরি সন্ত্রাসীকে আটক করেছে।

কেরমান প্রদেশের সরকারি কৌঁসুলি দাদাখোদা সালারি বুধবার সাংবাদিকদের জানান, এসব সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। সহিংস ঘটনার মধ্য দিয়ে প্রদেশ নিরাপত্তাহীনতা সৃষ্টি করাই ছিল লক্ষ্য কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা তাদেরকে চিহ্নিত করে ফেলে। দাদাখোদা আরো জানান, ইরানের গোয়েন্দা বাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছে।

এর আগে চলতি মাসের প্রথম দিকে ইরানের গোয়েন্দা বাহিনী একজন ইসরাইলি গুপ্তচর ও অন্য কয়েকটি দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত কয়েক ব্যক্তিকে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে আটক করেছিল।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সহিংসতাকে ইরানের ভেতরে টেনে আনার জন্য বিভিন্ন গোষ্ঠী তৎপর রয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী এসব তৎপরতা বার বার নস্যাৎ করে দিয়েছে।#

Sharing is caring!