ইরানের সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলের

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতায় ফিরে আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটি কূটনৈতিক প্রক্রিয়া উপেক্ষা করে ইরানে যুদ্ধবিমান পাঠাবে।

সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন এমন ভয়ঙ্কর হুমকি প্রদান করেছেন। এলি কোহেন বলেন, আমাদের যুদ্ধবিমান ইরানে পৌঁছাতে পারে। যারা স্বল্প মেয়াদি লাভের কথা চিন্তা করবে তাদের দীর্ঘ মেয়াদের কথাও মনে রাখতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আলোচনা চলছে তখনই ইসরায়েলের মন্ত্রী এই হুমকি দিলেন।

এলি কোহেন বলেন, ইসরায়েল কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। কোথাও ইরানকে ছাড় দেয়া হবে না। আমাদের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে পারে। এমনকি ইরানও বাদ যাবে না।

এর আগেও আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলে তেল আবিব ইরানে হামলা চালানোর হুমকি দেয়। তবে পর্যবেক্ষরা বিশ্বাস করেন, এ ধরনের হুমকির বেশির ভাগই ফাঁকা বুলি ছাড়া কিছু না। মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাতে সাহস করবে না, তাদের এ ধরনের শক্তিও নেই।

Sharing is caring!