কলকাতায় শোরুম খোলার প্রস্তাব পেল কাকলী ফার্নিচার

দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ দেশের সীমানা ছাড়িয়ে এই স্লোগান ভারতের পশ্চিমবঙ্গেও ঘুরছে মানুষের মুখে মুখে। এমনকি এ নিয়ে তৈরি হয়েছে হাজার হাজার ট্রল ও মিম। এমনকি দুই বাংলার সংবাদ মাধ্যমেও ইস্যুটি জায়গা করে নিয়েছে। নতুন খবর হলো, পশ্চিমবঙ্গের কলকাতায় শোরুম খোলার প্রস্তাব পেয়েছে

কাকরী ফার্নিচারের অবস্থান গাজীপুরের মাওনা চৌরাস্তায় শ্রীপুর সড়কে। আলহাজ্ব মো. আবুল কাশেম নামে এক ব্যক্তি নিজে মেয়ে কাকলীর নামে গড়ে তোলেন প্রতিষ্ঠানটি। পরে সেই ব্যবসার হাল ধরেন তার ছেলে এসএম সোহেল রানা।

গত ৯ এপ্রিল সোহেল রানা শখ করে এক মিনিটের একটি ভিডিওচিত্র তার ফেসবুক পেজে পোস্ট করেন। এরপর তার অগোচরেই সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার, এই সময়, জি-২৪ ঘণ্টা, বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইসহ গণমাধ্যমে স্থান পেয়েছে কাকলী ফার্নিচার।

প্রতিষ্ঠানটি চেয়ারম্যান এসএম সোহেল রানা জানান, কয়েকদিন ধরেই তার কাছে আসা অধিকাংশ ফোনই পশ্চিমবঙ্গের। তারা সেখানে কাকলী ফার্নিচারের শোরুম খুলতে অনুরোধ জানাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমও ফোন করে তার সাক্ষাৎকার নিচ্ছেন।

পশ্চিমবঙ্গে কাকলী ফার্নিচারের শাখা খুলতে চান কি-না? এমন প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, আমি চাই আমার এই প্রতিষ্ঠানের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। কলকাতার অনেকে চাইছেন, যেন সেখানে একটা শাখা খুলি। যদি সত্যিই এমন সুযোগ থাকে, তাহলে আমি তা করতে চাই।

ট্রল ও মিম যাই হোক বাংলাদেশের একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে ভার্চুয়ালে আলোচনা হওয়ায় সোহেল রানা অভিভূত।

Sharing is caring!