কারিনাকে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা !

ক্যারিয়ারের বয়স হিসেব করলে প্রিয়াঙ্কা চোপড়ার চেয়ে ৩ বছরের সিনিয়র কারিনা কাপুর খান। কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে কেউ কারও চেয়ে কম নন। বলিউডে নিজেদের অভিনয়ের মুন্সিয়ানার প্রমাণ বহু আগেই দিয়েছেন। এখন তারা তরুণ অনেকেরই আদর্শের জায়গায়।

বলিউড থেকে হলিউডে জনপ্রিয়তা পৌঁছেছে প্রিয়াঙ্কা চোপড়ার। হলিউডের অভিনেতা ও গায়ক নিক জোনাসকে বিয়ের পর এখন মার্কিন মুলুকে স্থায়ী হয়েছেন তিনি। আর ক্যারিয়ারের ব্যস্ততাও এখন সেই কেন্দ্রিক।

অন্যদিকে কারিনা কাপুর খান এখন নবাবপত্নী। সাইফ আলী খানকে বিয়ের পর বলিউডের কাজের সংখ্যা কমেছে তার। তবে সেটি কেবলই সংসার বাঁধার কারণে নয়। ক্যারিয়ারের বয়স বাড়লে সিনেমার গল্প ও চরিত্র নিয়ে বেশিই সচেতন হন তারকারা।

প্রিয়াঙ্কা, করণ জোহর ও কারিনা
তবে কারিনা কাপুর খান এখনও বলিউডের সুপারস্টার। যার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য ব্যবসাসফল সিনেমা। কিন্তু তবুও জোটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যেটি অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

খবরের শিরোনামে তাদের একসঙ্গে আসার সূত্র এখান থেকে। ২০১২ সালে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে করণ জোহর করিনাকে জিজ্ঞাসা করেন জাতীয় পুরস্কার নিয়ে। এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘জাতীয় পুরস্কার আমার চাই না। সত্যিই আমার এ ধরনের কিছুর দরকার নেই। আমি চাই, দর্শক শুধু ছবি দেখুক।’

কারিনার এই মন্তব্যের প্রেক্ষিতে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘মনে হয়, যখন তুমি কোনও কিছু না পাও, তখন আঙুর ফল টক লাগে। বুঝতে পারছেন, কী বলছি।’

Sharing is caring!