অসুস্থ নেতাদের ফোন করছেন খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বিএনপির যে নেতাকর্মীরা চিকিৎসাধীন, ফোন করে তাদের খোঁজ নিচ্ছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১০ এপ্রিল) ফোন করে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের খোঁজ নেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড্যাবের সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হকসহ বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা কেমন তা ফোন করে খোঁজ নিচ্ছেন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক করোনায় আক্রান্ত বিএনপির এক নেতা বলেন, ম্যাডাম খালেদা জিয়া দুপুরে ফোন করেছিলেন। তিনি আমার ও আমার স্ত্রীর শরীরের অবস্থা কেমন, তা জানতে চেয়েছেন। এর চেয়ে বেশি আর কী চাই।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, খোঁজ নিতে পারেন। তবে, এ বিষয়ে আমি কিছু জানি না।

Sharing is caring!