কিয়েভে টেলিভিশন টাওয়ারে হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চাওয়ারে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। টিভিতে দেখানো হচ্ছে হামলা হওয়া টেলিভিশন টাওয়ার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্তন হেরশ্চেঙ্কো এই হামলার কথা জানিয়েছেন। হামলার পর টেলিভিশন চ্যানেলের সিগন্যালে বড় রকম সমস্যা হচ্ছে। স্থানীয় টেলিভিশন ১+১ বলেছে, টেলিভিশনের নষ্ট হওয়া সিগন্যাল মেরামতের কাজ চলছে। ইংরেজি ভাষার দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেনিয়ান টিভি চ্যানেল হামলার পর সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এর আগে কিয়েভের খুব কাছে রাশিয়ান সেনাদের বিশাল সেনাবহর সমাবেশ করা হয়েছে।
বিভিন্ন সূত্র দাবি করেছে, ৬৫ কিলোমিটার এই সেনাবহর। এর আগে অনলাইন বিবিসি বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের অধিবাসীদের সতর্ক করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কিয়েভের টার্গেটে হামলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। তারা সতর্ক করেছে এই বলে যে, কিয়েভের প্রযুক্তি বিষয়ক সেন্টারগুলোতে হামলা চালাবে। এ জন্য এর আশপাশে থাকা অধিবাসীদের দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে রাশিয়ার সমরাস্ত্র ও সেনা বহনকারী বিশাল বহর কিয়েভের কাছাকাছি পৌঁছে যায়। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র।

Sharing is caring!