বাংলাদেশী হলেও খেলছে না কিংস

আজ শুক্রবার বসুন্ধরা কিংস তাদের ফুটবলার এলিটা কিংসলেকে খেলছে না। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হলেও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট না থাকায় কিংসলে কিংসের হয়ে নামতে পারছেন না। আজ (বৃহস্পতিবার) বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায় কিংসলের খেলার সবুজ সংকেত মেলেনি।

প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান আকতার হোসেন খান কিংসলে প্রসঙ্গে বলেন, ‘তার কাগজপত্র পর্যালোচনা হচ্ছে। প্রয়োজনীয় দলিলাদি আসলে সে খেলতে পারবে।’ মধ্যবর্তী দলবদলে কিংসলেকে বাংলাদেশি হিসেবে দলে ভেড়ায় কিংস। বাংলাদেশ সরকার তাকে নাগরিক সনদ দিলেও লিগের বাইলজে দেশীয় ফুটবলারদের নিবন্ধনে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কথা উল্লেখ রয়েছে। এই তিনটির একটিও না থাকায় আটকে গেছেন কিংসলে।

জাতীয় পরিচয়পত্রের জন্য ক্লাবের পক্ষ থেকে আবেদন করলেও লকডাউনের জন্য বিলম্ব হচ্ছে। ৫ মে পর্যন্ত লকডাউন চলমান থাকায় এর মধ্যে আর জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব নয়। ফলে লিগের ২ রাউন্ড মিস করবেন তিনি। ৬ মে লকডাউন উঠে গেলেও ৭ মের মধ্যে পাসপোর্ট করা অসম্ভব হবে। ৭ মের মধ্যে পাসপোর্ট না করতে পারলে এএফসি কাপের রিপ্লেসমেন্ট ফুটবলার হিসেবে খেলানোর সুযোগ থাকবে না। প্রথম খেলার এক সপ্তাহ আগে রিপ্লেসের জন্য আবেদন করতে হয়।

শেষ মুহূর্তে কিংসলের খেলার অনুমতি না পাওয়ায় হতাশ কিংসের কর্মকর্তা বায়েজিদ জোবায়ের আলম নিপু, ‘১৭ এপ্রিল নিবন্ধন শেষ হয়েছে। এর ১২ দিন পর এবং খেলার আগের দিন রাতে জানলাম সে খেলার জন্য বিবেচ্য না।’ কিংসলেকে খেলার অনুমতি না দিলেও তার লিগের নিবন্ধন ফরমকে কাগজপ্রাপ্তি সাপেক্ষে বৈধ ঘোষণা করেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিলেই তার নিবন্ধন পুর্নাঙ্গ বৈধতা পাবে ও সে খেলার যোগ্য হবে।’

Sharing is caring!