
আজ সকালে রাজধানীর বাংলামোটর মোড়ের উত্তর পাশের দৃশ্য ছবি: সংগৃহিত
বাংলাদেশে সাত দিনের লকডাউন চলছে। কিন্তু লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় তেমন চিত্র দেখা যায়নি। উল্টো সড়কগুলোতে তীব্র যানজট লেগেছে। প্রাইভেট কার ও ছোট ছোট বাহনের দাপট লক্ষ্য করা যাচ্ছে শহর জুড়ে। সোমবারের
চেয়ে তুলনামুলকভাবে মঙ্গলবার (৬ এপ্রিল) গাড়ির সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহন চোখে পড়ছে না।
লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবারও রাজধানীতে গণপরিবহন ছাড়াই অফিসে গেছেন চাকরিজীবীরা। তবে তাদের এ নিয়ে ক্ষোভও কম নয়। তাদের প্রশ্ন, যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা কি করবে? অথচ এর আগের দিন সোমবার যেখানে রিক্সাও পাওয়া যাইনি আজ সেখানে চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে।
তবে সোমবার অফিসগামীরা রিক্সার জন্য অপেক্ষা করলেও আজ ছিল ভিন্ন চিত্র। আজকে মোড়ে মাড়ে যাত্রীর জন্য রিক্সা চালকদের অপেক্ষা করতে দেখা গেল। অনেকে হাকডাকও পাড়ছেন।
শাহবাগ মোড়ে সকাল ৯ টার দিকে ছিল তীব্র যানজট। এ সিগনাল পেরুতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বিভিন্ন বাহনকে। তবে রাজারবাগ সিগনালে দেখা গেল, সেখানে তীব্র যানজট থাকলেও কোনও ট্রাফিক পুলিশের উপস্থিত ছিল না।একই চিত্র দেখা গেছে, কাকরাইল মোড়, ফকিরাপুল, কামরাইল, পল্টন, দৈনিক বাংলা, মৎস্য ভবন, শাহবাগ, কাওরান বাজার, পান্থপথসহ আশপাশের এলাকাগুলোতে।ফকিরাপুলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য আরমান বলেন, গতকালের চেয়ে আজ যানবাহনের সংখ্যা অনেক বেশি। সড়ক মোড়গুলোতে সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে।
সরকার রাজধানীসহ সারাদেশে মোটরসাইকে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এ নিষেধাজ্ঞা কেউ মানছে না।
মোহাম্মদপুর এলাকায় কথা হচ্ছিল সুমনের সাথে। তিনি জানালেন, সব কিছু চলছে। দোকান পাট খোলা। তাহলে আমরা যাত্রী পরিবহন কলে সমস্যা কোথায়? রিক্সাচালক আহমদ আলী বলেন, এটা আবার লকডাউন হইল নাকি? পুরা শহরেই তো যানজট।
#এমআই