লকডাউনে হওয়া বিয়েকে অবৈধ ঘোষণা

ভারতে করোনার তাণ্ডব ঠেকাতে রাজ্যগুলোতে জারি করা হয়েছে লকডাউন। তবে সেই লকডাউন ভেঙ্গে বেশ ধুমধামের সঙ্গে আয়োজিত হয়েছে অনেক বিয়ে। এবার এসব ঘটনায় শাস্তির ব্যবস্থা করেছে দেশটির মধ্যপ্রদেশ রাজ্য সরকার। লকডাউনের মধ্যে সেখানে অনুষ্ঠিত হওয়া অন্তত ১৩০টি বিয়েকে অবৈধ ঘোষণা করেছে তারা।

বৃহস্পতিবার (২৭ মে) এই বিয়েগুলোকে অবৈধ ঘোষণার সিদ্ধান্ত জানায় মধ্যপ্রদেশ রাজ্য সরকার।

রাজ্য সরকারের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশনা ভাঙা হয়েছে বলে খবর এসেছে। এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হবে। সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে।

এরইমধ্যে বিভিন্ন জেলা প্রশাসকের এ বিষয়ে বার্তা দেয়া হয়েছে যেন সংশ্লিষ্ট জেলার ম্যাজিট্রেটরা মে মাসের কোনো বিয়ের সনদপত্র না দেন।

Sharing is caring!