গতকাল থেকে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত সামাজিক সংগঠন মন্ট্রিয়াল বাংলাদেশী কানাডিয়ান ( এমবিসি ) এর উদ্যোগে সামাজিক সচেতনতা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে এক ব্যতিক্রমী মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। চারদিনব্যাপী আয়োজিত এই সামাজিক কার্যক্রমের সূচনা পর্বে মন্ট্রিয়াল মেট্রো পার্ক এর সামনে থেকে কার্যক্রম শুরু করা হয় যার মূল লক্ষ্য ছিল করোনাভাইরাস বা COVID – 19 প্যানডামিক প্রতিরোধে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি।

বিনামূল্যে কাপড়ের মাস্ক বিতরনের এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কমসুচীতে অংশগ্রহণ করেন এমবিসিয়ান জুয়েল উদ্দিন, এমবিসিয়ান রুপু আলম, এমবিসিয়ান আনোয়ার এইচ সরকার, এমবিসিয়ান টিটো রহমান ও এমবিসিয়ান হুমায়ুন পাটোয়ারী।