সার্চ কমিটির কাছে নাম দিবে না বিএনপি

সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রথম থেকেই আপত্তি করেছে বিএনপি। সেই আপত্তির জায়গায় অনড় রয়েছে দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক এই দলটি। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদের জন্য দশ জন করে পছন্দের ব্যক্তির নাম বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সার্চ কমিটি চাইলেও, সেখানে কোন নাম দিবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে বলেছে সার্চ কমিটি।

রবিবার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না।’

বিরোধী রাজনৈতিকগুলো সভা-সমাবেশের ‘স্পেস’ দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আরও বলেন, ‘কেবল জয়ের জন্যই নির্বাচন দেয় আওয়ামী লীগ।’

Sharing is caring!