নিহতদের মরদেহ সংগ্রহে দিতে হচ্ছে টাকা

মিয়ানমারে সেনা অভিযানে নিহতদের মরদেহ সংগ্রহের জন্য ৮৫ ডলার মানে প্রায় এক লাখ ২০ হাজার কিয়াত গুনতে হচ্ছে স্বজনদের।
রেডিও ফ্রি এশিয়ার অনুসন্ধানে এই তথ্য জানা গেছে।

শুক্রবার সেনাবাহিনীর হত্যাযজ্ঞের পর থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বাগোসহ দেশটির অন্যান্য শহর থেকে গ্রামে পালিয়ে যাচ্ছে মানুষ। প্রতিবেশী দেশ ভারত এবং থাইল্যান্ডেও পালিয়ে যাচ্ছে অনেকে।

অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য মতে, পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনীর গুলিতে এপর্যন্ত সাতশ’র বেশি মানুষ নিহত হয়েছে। আটক করা হয়েছে প্রায় তিন হাজার জনকে। শুক্রবার বাগো শহরেই সেনাবাহিনীর অভিযানে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

Sharing is caring!