নিউজিল্যান্ডের বিমানবন্দর কর্মী করোনায় আক্রান্ত

অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারিন্টিন মুক্ত ভ্রমন চালু হওয়া একদিন পরই নিউজিল্যান্ডের অকল্যান্ডের বিমানবন্দরের এক কর্মীর করোনা পজেটিভ ধরা পড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
তবে এ ঘটনার পর অস্ট্রেলিয়ার সঙ্গে বিমান চলাচল স্থগিত করেনি নিউজিল্যান্ড। গত বছর মার্চ থেকে বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও দুই দেশের মধ্যে বাবল ভ্রমণ চালু হয়। ফলে সোমবার দুই দেশের মধ্যে কয়েক হাজার মানুষ ভ্রমণ করেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডের্ন জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তি উচ্চ ঝুঁকিপুর্ণ দেশগুলো থেকে আসা বিমানগুলো পরিস্কারের দায়িত্বে ছিলেন। এই কর্মী করোনা ভ্যাকসিন নেয়া ছিলেন বলেও জানান তিনি।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কঠোর লকডাউন বহাল ছিল। করোনায় অস্ট্রেলিয়া এপর্যন্ত ৯১০ ও নিউজিল্যান্ডে ২৬ জনরে মৃত্যু হয়।

Sharing is caring!