সাকিবকে সামলাতে পারছে না বিসিবি

একটা সময় দেশের জন্য দারুণ ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। পেয়েছেন খ্যাতি । আর সেই খ্যাতিকে কাজে লাগিয়ে হয়েছেন দেশের অন্যতম ব্যবসায়ী। এরপরই যেন বিসিবির হাতছাড়া হয়ে গেছেন সাকিব। যখন ইচ্ছা খেলেন, যখন ইচ্ছা খেলেন না। কিন্তু বিসিবি যেন তাকে কিছুই বলতে পারে না।

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না বলে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু বিসিবি তার বিরুদ্ধে শক্ত কোন ব্যবস্থাই নিতে পারছে না। খুব ‘মিউ মিউ’ সুরে কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট পাপনও।

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা হয়েছে। কদিন পরই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়িয়ে যাবে দেশটিতে। কিন্তু তার আগে সাকিব আল হাসানকে নিয়ে আবারো বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অলরাউন্ডার এক দিন আগেই বলেছেন, শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তৈরি নন তিনি। আপাতত ব্রেক চান।

সাকিবের এমন মন্তব্যে খুবই বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পাল্টা প্রশ্ন, তাহলে আইপিএলে খেলতে চাচ্ছিল কেন?

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এটা তো কোনোভাবে হতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিল কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলত আমি আইপিএলও খেলব না। ধরেন আইপিএলেও নেওয়া হলো। তখন কি বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথাতেই ঢুকছে না।’

Sharing is caring!