ইভটিজিং করায় পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনেছেন এক নারী। অভিযোগে তিনি বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি অশ্লীল গালি দেন। প্রতিবাদ করায় তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তির নাম তিনি বলতে পারেননি।

অভিযোগ আনা এই নারীর নাম ড. লতা সমাদ্দার। তিনি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। আজ শনিবার সকালের দিকে এ ঘটনার পর শেরেবাংলা নগর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে ওই পুলিশ সদস্যের তর্কবিতর্ক হয়। এ বিষয়ে তিনি অভিযোগ করেছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, সে সময় সেখানে কে দায়িত্বে ছিলেন।’

থানায় দেওয়া অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, শনিবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসা থেকে রিকশাযোগে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে একজন পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি মোটরবাইকের ওপর বসে ছিলেন। বাইকের নম্বর ১৩৩৯৭০। পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি কটূক্তি করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তিনি পেছন ফিরে গিয়ে এমন আচরণের প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য আবার গালিগালাজ করেন। পরে মোটরসাইকেল চালু করে তাঁর গায়ের ওপর চালিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন। এ সময় তিনি সরে গেলেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

Sharing is caring!