কিউবার দূতাবাস ভবনে পেট্রল বোমা হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার তাদের দূতাবাস ভবনে পেট্রল বোমা হামলা হয়েছে। বোমা হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেখানকার কোনো কূটনীতিক বা কর্মী আহত হননি বলে জানানো হয়েছে।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ক্ষতিগ্রস্ত দূতাবাস ভবনের কিছু ছবি প্রকাশ করে এই হামলার নিন্দা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তবে এই হামলার জন্য কারা দায়ী বলে মনে করছে তারা এ নিয়ে দূতাবাস কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

প্যারিসের দূতাবাস ভবনে হামলার খবর জানার পরপরই কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, ‘এর জন্য প্রত্যক্ষভাবে তারা দায়ী, যারা আমাদের দেশের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষকে উসকে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত।’

পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে হামলার নেপথ্য কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মঙ্গলবারের ওই হামলায় কেউ আহত হয়নি বলেও রয়টার্সকে জানিয়েছে পুলিশের ওই সূত্র।

অর্থনৈতিক সংকট, করোনা মোকাবিলায় ব্যর্থতা আর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সম্প্রতি ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে কিউবায়। কমিউনিস্টশাসিত দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে।

কিউবায় বিক্ষোভ শুরু হওয়ার পর গণহারে গ্রেফতারের নিন্দা জানিয়েছে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রসহ আরও বিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে ইন্টারনেট সুবিধা পুনরায় সচল করে দেওয়ার জন্য কিউবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Sharing is caring!